জর্জিয়ার রাজধানী তিফ্লিস শহরের এক গোপন ছাপাখানার চমৎকার গল্প দিয়ে শুরু এই ভ্রমণকাহিনীর। এরপর কাজাখস্তানের আলমাটি, কিরগিজস্তানের বিশবেক, তাজিকিস্তানের দুশানবে হয়ে উজবেকিস্তানের তাসখন্দ, সমরখন্দ আর বুখারা – মধ্য এশিয়ার এই চমৎকার দেশগুলোতে আমাদের দেশ থেকে সরাসরি ফ্লাইট নেই, যাওয়া সহজসাধ্য নয় বলেই মন চাইলেই কেউ চট করে যেতে পারে না। এ কারণে এ সব দেশের উপরে ভ্রমণকাহিনীও চোখে পড়ে না। লেখক বাঙ্গালী, তবে আমেরিকার পাসপোর্টধারী বলেই সহজে এতগুলো দেশের ইমিগ্রেশনের দেয়াল পাড়ি দিয়ে দেশগুলো দেখে সে সব দেশের মানুষের বৈশিষ্ট্য, জীবনধারা, চমৎকার কিছু প্রথা আর ভৌগোলিক সৌন্দর্য তুলে ধরতে পেরেছেন।
এই লেখকের লেখা কোনো বই এই প্রথম পড়লাম, ভালো লেগেছে – মধ্য এশিয়ার দেশগুলো সম্বন্ধে জানতে চমৎকার একটি বই!


Leave a Reply
You must be logged in to post a comment.